ভাষার মাস ফেব্রুয়ারিতে ফরিদপুরের ভাঙায় রাতের আঁধারে বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ভাঙা উপজেলার কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত শহীদ মিনারের দুটি স্তম্ভ গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওশের উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়ের শহীদ মিনারের ৩টি স্তম্ভের ২টি ভেঙে ফেলে দেয়। একটি শহীদ মিনারের গোড়া ও অপরটির মাথা থেকে ভেঙে ফেলা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সোমবার সকালে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এদিকে, কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাষার মাসে বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলা স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের জন্য দুঃখের ও ক্ষোভের। ঘটনার সঙ্গে জড়িতরা দেশ ও জাতির শত্রু। ন্যাক্কারজনক এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করছি।এ ব্যাপারে ভাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।এস.এম. তরুন/এএম/পিআর