পরিবারের পক্ষ থেকে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় হবিগঞ্জের মাধবপুরে বিষপান করেছে প্রেমিক যুগল। এতে প্রেমিকা ফাতেমা আক্তার মৃত্যুবরণ করেছেন।এদিকে, প্রেমিক সালমান মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে সালমান মিয়ার (২২) সাথে দীর্ঘদিন ধরে তার চাচাত বোন ফাতেমা আক্তারের (২০) প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে তাদের সতর্ক করে পরিবার। কিন্তু তারা পারিবারিক বাধা উপেক্ষা করে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করেন।বিষয়টি নিয়ে সালমান ও ফাতেমার পরিবার কঠোর অবস্থান নিলে রোববার রাতে সবার অগোচরে এই প্রেমিক জুটি বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষক্রিয়ায় তারা ছটফট করতে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে রাত ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। রাত প্রায় ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, সালমান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে রেফার করা হয়েছে।এএম/জেআইএম