কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুফী ফারুক ইবনে আবু বকরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থকরা। সোমবার সকালে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রযুক্তিবিদ সুফী ফারুক ইবনে আবু বকর ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফের মধ্যে এলাকায় রাজনীতি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল।এমপি আব্দুর রউফ ও সুফী ফারুক সম্পর্কে মামা-ভাগ্নে। পারিবারিক জমি নিয়ে কয়েকদিন আগে তাদের একে অপরের সাথে বিরোধ বাধে। সোমবার রাতে এমপির সমর্থকরা সুফী ফারুকের বাড়িতে আক্রমন করে এবং এলাকা থেকে উচ্ছেদ হুমকি দেয়। এরই জের ধরে সোমবার সকালে বাগুলাট ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন ও জেলা পরিষদের সদস্য মফিজের নেতৃত্বে তাদের বাহিনী সুফী ফারুকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, সকালে সুফী ফারুকের বাড়ির প্রাচীর ভেঙে ফেলেছে তার প্রতিবেশীরা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমপি আব্দুর রউফ দেশের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে আওয়ামী লীগ নেতা সুফী ফারুকের বাড়িতে স্থানীয় সংসদ আব্দুর রউফের অনুসারীদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে এনএস রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।আল-মামুন সাগর/এএম/পিআর