জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার বাদ মাগরিব ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন।মিলাদে মরহুম শেখ লুৎফুর রহমান ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করা হয়।দোয়া ও মিলাদে শেখ হেলাল উদ্দিন, নুর-ই-আলম লিটন চৌধুরী, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও শেখ কবির হোসেনসহ বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরএস/আরআই