পারিবারিক কলহের জেরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘড় ইউনিয়নে স্বামীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী। মঙ্গলবার দুপুরে গৃহবধূ মাজেদা বেগম সশরীরে থানায় আত্মসমর্পণ করে।শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ষোলঘড় ইউনিয়নের কুটিমারা এলাকার মো. অলীকে হত্যা করে স্ত্রী মাজেদা থানায় এসে আত্মসমর্পণ করে। বর্তমানে তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/এমএস