সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা তিনটি মামলায় সিরাজগঞ্জে জেএমবির ৮ নারী সদস্যসহ ১৮ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পৃথক আদালতের বিচারক কোহিনুর আরজুমান ও নজরুল ইসলাম হাজিরা শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।তারা হলেন- জেএমবির নারী সদস্য নাদিরা তাবাসসুম, হাবিবা আক্তার মিশু, রুমানা বেগম, রুনা খাতুন, ফুলেরা বেগম, তার দুই মেয়ে শাকিলা খাতুন, সালমা খাতুন, রাজিয়া বেগম, লিয়াকত উলাহ, বরকতুলাহ, সানাউলাহ, আতাউলাহ, রুহুল আমীন, আলমাস, আবু বকর, রায়হান উদ্দিন, ইমরান আলী ও ইস্রাফিল হোসেন।সিরাজগঞ্জ কোর্ট ইন্সপেক্টর শহীদুলাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ জেএমবির সদস্যদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় ধার্য তারিখ থাকায় তাদের আদালতে হাজিরা হয়। হাজিরা শেষে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২০১৫ সালের ১১ অক্টোবর কাজিপুর, ২০১৬ সালের ২৩ জুলাই পৌর এলাকার মাছুমপুর ও ৫ সেপ্টেম্বর উলাপাড়া, সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এমএস