দেশজুড়ে

কাহালুতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর মাযার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই ডাকাত বলে জানিয়েছে পুলিশ।  নিহতরা হলেন, দুলাল হোসেন (৩৫) ও ইব্রাহীম হোসেন (৪০)। বুধবার সকালে কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) নূরে আলম সিদ্দীকি জানান, ভোর রাতে পাঁচপীর মাযার এলাকায় টহল পুলিশকে দেখে ডাকাতরা প্রথম গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ২ জনের মরদেহ পাওয়া যায়। একই সময় ধাওয়া করে আরো ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এরা আহত হয়েছিলেন। গ্রেফতাররা হলেন, কাহালু সদর এলাকার মোজাম শেখ (২৭) ও ইয়াকুব আলী (৩৫)। পুলিশ তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।লিমন বাসার/এফএ/পিআর