নরসিংদী থেকে ডাকাতি হওয়া ১ কোটি ৬০ লক্ষ টাকার কাপড় পাবনার ফরিদপুর থেকে উদ্ধার হচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুমানিক ২০ লক্ষ টাকার কাপড় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নরসিংদী মডেল থানার ওসি(তদন্ত) মোশাররফ হোসেন জানান, গত ৭ মার্চ রাত আনুমানিক ১২টার দিকে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত নরসিংদী জেলার শেখেরচর বাবুরহাট থেকে সনজিত সাহা, উত্তম সাহা, বাসুদেব অধিকারী, হারাধন অধিকারী, বাবুল অধিকারী, আবুল বাশার, নজরুল কাজী, মিন্টু কাজীসহ ২০ ব্যবসায়ীর ১ কোটি ৬০ লক্ষ টাকার কাপড় বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। পরে ট্রাকটি টঙ্গীর কাছে ফেলে রেখে কাপড়গুলো দুর্বৃত্তরা নিয়ে যায়। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হলে পরে মামলাটি নরসিংদীর ডিবির উপর ন্যস্ত হয়। দায়িত্ব নেয়ার পর পরই ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে মাঠে নামে ডিবি। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে নরসিংদীর ডিবির একটি টিম পাবনার ফরিদপুর থানার সহায়তা নিয়ে ফরিদপুর বনওয়ারিনগর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের একটি গোডাউনসহ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে ও দোকানে অভিযান চালায়।ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বিকাল ৪টা পর্যন্ত ২০ লক্ষ টাকার কাপড় উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযান চলছে। ওসি আরো জানান, প্রথম দফায় উদ্ধার হওয়া গোডাউনের মালিক জাহাঙ্গীর আলম স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জাহাঙ্গীর আলম পুলিশকে জানিয়েছেন কাপড়গুলো তিনি কিনে এনেছেন।এমজেড/পিআর