দেশজুড়ে

রাঙ্গাবালী নির্বাচনে আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

পটুয়াখালীর রাঙ্গাবালীর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে আওয়ামীলীগ থেকে জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং বিএনপি থেকে উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন আকনকে মনোনিত করা হয়েছে।গত মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে গত ৬ ফেব্রুয়ারি বিএনপির উপজেলা সদরের কাউন্সিলের মধ্যদিয়ে এ মনোনয়ন দেয়া হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ০২ জুলাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির চাঁনের মৃত্যুতে পদটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিল ও ৬ই মার্চ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/আরআইপি