দেশজুড়ে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ , আহত ৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বঙ্গবন্ধুসেতু পূর্ব মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইল থানার আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৩৫) ও হারান আলী মন্ডলের ছেলে হাসান আলী। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, সকালে জোকারচর এলাকায় একটি বালুর ট্রাক সড়কের পাশে চাকা মেরামতের কাজ করছিল। এসময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা অপর একটি কাভার্ডভ্যান এসে সজোরে ধাক্কায় দেয়। এতে ট্রাকে অবস্থান করা আব্দুল হামিদ ও হাসানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এঘটনায় মফিজ, ইউনুস আলী ও নওশের মল্লিক নামের তিনজন আহত হয়। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই ট্রাকের লোকজন ছিল। দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান ও ট্রাক দুটি আটক করে থানায় নিসে আসা হয়েছে বলে তিনি জানান। এসএইচএ/এসএস