দেশজুড়ে

সদরপুরে এমপি ও চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ : ১৪৪ ধারা জারি

ফরিদপুরের সদরপুরে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকসহ অন্তত ১০ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন সদরপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বয় সভা শুরু হয়। সভা চলাকালে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের মাঝে কথা কাটাকাটি হয়।সভাস্থলে পরিবেশ উত্তেজিত থাকার খবর পেয়ে উভয়পক্ষের সমর্থকরা প্রশাসন চত্বরে অবস্থান নেয়। পরে দুই পক্ষের সমর্থকদের মাঝে স্লোগান পাল্টা স্লোগান দিয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপজেলার ১কিলোমিটার সড়ক জুড়ে প্রতিপক্ষের লোকজন অবস্থান নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরপুর থানা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সদরপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে। অন্যদিকে র‌্যাব, পুলিশের একাধিক টিম নিয়মিত টহল দিচ্ছে। দুই পক্ষের উত্তেজনায় সদরপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা রহমান জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার স্বার্থে উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।এস.এম. তরুন/এআরএ/পিআর