দেশজুড়ে

খাবি খা, তাই বলে ভিক্ষুকের টাকা!

বদর উদ্দীন। বয়স ৮০ ছুঁই ছুঁই। ভিক্ষাবৃত্তি তার পেশা। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে গত তিনদিনে ৫০০ টাকা রোজগার করেছেন তিনি।এই টাকা নিয়ে বদর উদ্দীন বৃহস্পতিবার চাল-ডাল কেনার জন্য বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ভদ্রবেসে এক লোক তাকে ভিক্ষা দেয়ার লোভ দেখান। ভিক্ষুকও সরল মনে তার কথায় মজে যান। তখন ওই ভদ্র লোখ ৫০০ টাকার একটি নোট দেয়ার কথা বলে ভিক্ষুকের সব খুচরা টাকা হাতিয়ে নেন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করেন ওই লোক। বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাইর থানার সামনে এ ঘটনা ঘটে। ভিক্ষুকের সব টাকা নিয়ে ভাগেন ওই প্রতারক। এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মোবারক হোসেন জানান, প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে যাওয়ার পর বদর উদ্দীন পাগলের মতো অস্থির হয়ে যান। যাকে সামনে পান তাকেই জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে এ ঘটনা বলেন। কেউ শুনতে না চাইলে নিজে থেকেই বলে যান তিনি। খোঁজ নিয়ে জানা যায়, বদর উদ্দীনের বাড়ি সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের বাটি গ্রামে। বি এম খোরশেদ/এএম