জাতীয়

কবরীর শিক্ষাগত যোগ্যতা কী

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৬০ জন প্রার্থী। নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সম্পদ আর ঋণ দুটোই রয়েছে। এদের মধ্যে কেউ উচ্চ শিক্ষিত কেউ বা স্কুলের গণ্ডিই পার হতেন পারেননি এমন তথ্যও উল্লেখ করা হয়েছে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায়।এক্ষেত্রে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চলচ্চিত্র অভিনেত্রী ও মেয়র প্রার্থী সারাহ বেগম কবরী তার হলফনামায় উল্লেখ করেছেন, তিনি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘কে প্রোডাকশন’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। নারায়ণগঞ্জের এই সাবেক সংসদ সদস্য তার বার্ষিক আয়ের হিসাবে কৃষি খাত থেকে ২ লাখ ৪০ হাজার টাকা, ব্যবসা থেকে ৫ লাখ ৪২ হাজার ৪৪২ টাকা, শেয়ার সঞ্চয়/ব্যাংক আমানতে ২ লাখ ১ হাজার ৭৫ টাকা, পেশা থেকে ৪ লাখ ২৯ হাজার টাকা ও অন্যান্য থেকে ৫ লাখ ৬৭ হাজার ৫৬ টাকার তথ্য দিয়েছেন হলফনামায়। কবরীর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭২ লাখ ৪৪ হাজার ৩৫ টাকা, ২৮ লাখ ৩৪ হাজার টাকার বৈদেশিক মুদ্রা, ১৬ লাখ ৮৮ হাজার ৯৫৭ টাকার স্থায়ী আমানত এবং ১ লাখ ২০ হাজার টাকার স্বর্ণ। এছাড়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে গুলশানে একটি ৬ তলা বাড়ি। শিক্ষাগত যোগ্যতার জায়গায় কবরী লিখেছেন, তিনি অষ্টম শ্রেণী পাস!বিএ/আরআইপি