ইংল্যান্ডে বিপক্ষে অ্যাশেজ আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই টেস্ট সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এ দলে ডাক পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ফাওয়াদ আলম ও অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। টেস্ট দলে জায়গা মেলেনি সদ্যই বিশ্বকাপজয়ী দলের সদস্য গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনারের। সবকিছু ঠিক থাকলে ৩৫ বছর বয়সে এসে ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ পেতে যাচ্ছেন ভোজেস। ২০০৬-০৭ অ্যাশেজের দলে ডাক পেলেও অভিষেক হয়নি। আর পুরো গ্রীষ্মজুড়েই তার স্পিনে নাকাল হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।নির্বাচক প্যানেলের চেয়ারম্যান রডনি মার্শ বলেছেন, ঘরোয়া পর্যায়ে অবিশ্বাস্য পারফর্ম করেছেন অ্যাডাম ভোজেস ও ফাওয়াদ আলম। তাদের পারফরম্যান্সকে কোনোভাবেই উপেক্ষা করা সম্ভব হয়নি। আমার বিশ্বাস, তারা দুজনই দলের প্রয়োজনে ভালো অবদান রাখতে সক্ষম হবেন।টেস্ট দল: মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথ, ফাওয়াদ আলম, ব্র্যাড হ্যাডিন, জস হ্যাজলউড, রায়ান হ্যারিস (শুধু অ্যাশেজ), মিচেল জনসন, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, ক্রিস রজার্স, পিটার সিডল, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।এমআর/এসএস