আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা সিটি দক্ষিণে মেয়র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১ টার পর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।এর আগে ডিসিসি উত্তর ও দক্ষিণে মেয়র পদে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ও কাউন্সিলর পদে বিকেল ৩টায় শুরু হয়েছে, যা বিকেল ৫টা পর্যন্ত বাছাই চলবে।আরএস/এসএস