দেশজুড়ে

সিরাজগঞ্জে ২ পিস্তলসহ ফেনসিডিল ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে দু’টি বিদেশি পিস্তলসহ দুইজন ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বরে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঢাকার ডেমরার শুকুশি বালু ঘাটের মৃত সিরাজ উদ্দিনের ছেলে দীন ইসলাম (৩২) ও নারায়নগঞ্জের ফতুল্লা থানার ইয়াজ আলী মসজিদ রোড এলাকার মৃত আজাদ মোল্লার ছেলে মোহাম্মদ আলী (৩০)।বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী একটি পিকআপ ভ্যান ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বরে পৌছলে পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এসময় গাড়ির ভেতরে থাকা দু’টি বিদেশী পিস্তল, ২৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ১টি পিকআপ ভ্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এব্যাপারে সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করাহ হয়েছে বলেও তিনি জানান। এসএইচএ/আরআইপি