সৌদি আরবের দাম্মাম শহরে চাঁন মিয়া (৩০) নামে বাংলাদেশি এক শ্রমিক মারা গেছেন। বুধবার সকালে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত চাঁন মিয়া ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের নাজিম ফকিরের ডাংগী গ্রামের মৃত মাইনউদ্দিন শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, চাঁন মিয়া কয়েক বছর ধরে সৌদি আরবের দাম্মাম শহরে বাসা-বাড়ি, অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টাইলস লাগানোর কাজ করতো। গত কয়েকদিন আগে কাজ করার সময় দুইতলা একটি বাড়ির কার্নিস থেকে পড়ে মারাত্বকভাবে আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে চাঁন মিয়া মারা যান। চাঁন মিয়ার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে এলাকায়শোকের ছায়া নেমে আসে।এসএইচএ/এমএস