দেশজুড়ে

চুয়াডাঙ্গায় সহস্রাধিক ফেনসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার তিনশ` ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার ভোরে এগুলো উদ্ধার করা হয়। বিজিবি জানায়, ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নির্দেশে দর্শনা বিজিবি ক্যাম্পের সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সুলতানপুর, জয়নগর ও আকন্দবাড়িয়া এলাকা থেকে ৯১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া মঙ্গলবার রাত ২টার দিকে জীবন নগর বিজিবি সদস্যরা আকন্দবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চারশ` ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।  এসএইচএ/এমএস