দেশজুড়ে

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে গরু চুরির মামলায় মো. শহীদুল ইসলাম (৪০) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।শহীদুল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়যনের রসুলপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে রসুলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।বীরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শহীদুল ইসলাম ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গরু চুরি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। জামিনে থাকা  অবস্থায় মামলার রায় দেয়া হয়। তখন থেকে শহীদুল পলাতক ছিল।এমদাদুল হক মিলন/আরএআর/পিআর