দেশজুড়ে

সিরাজগঞ্জ জেলা কারাগারে কয়েদীর মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে রেজাউল করিম (৫০) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রেজাউল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা।সিরাজগঞ্জ জেলা কারাগারের তত্বাবধায়ক আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় তিন মাস আগে মাদক মামলায় ৬ মাসের দণ্ডাপ্রাপ্ত কয়েদী রেজাউল করিমকে জেলা কারাগারে আনা হয়। হঠাৎ করে তিনি শুক্রবার বিকেল ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। এসময় অ্যাম্বুলেন্স যোগে তাকে সদর হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর