দেশজুড়ে

ইউপিডিএফ নেতার বাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর নেতা প্রদীপন খীসার বাড়ি থেকে ৮০ লাখ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করেছে যৌথ বাহিনী। ইউপিডিএফ সমর্থিত উপজেলা চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমাকে অস্ত্রসহ গেফতারের দুই না যেতেই এসব উদ্ধার করা হলো। তবে এ সময় প্রদীপন খীসাকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযানে ঘরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৮০ লাখ টাকাসহ টাকা আদায় ও খরচের গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করেছে যৌথ বাহিনী।স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে এসব টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তার।অন্যদিকে, এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করেছে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার বাড়িতে হানা দিয়ে তল্লাশির নামে জিনিসপত্র তছনছ ও ভাঙচুর করা হয়েছে।আলুটিলায় ট্রাকচাপায় হতাহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করার জন্য সংগ্রহ করা ৮০ লাখ টাকা প্রদীপন খীসার বাড়ি থেকে ‘ছিনতাই’ করা হয়েছে দাবি করে টাকা ফেরত দেয়ার আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।মুজিবুর রহমান ভুইয়া/আরএস