দেশজুড়ে

গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

মাগুরা-যশোর মহাসড়কের শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসের দুই নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকার নূর মহম্মদের স্ত্রী খাদিজা (৪০) ও একই গ্রামের ছুটু বেগম (৫৩) ঘটনাস্থলে এবং জব্বার (৫০) নামের অপর একজন ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে যশোরগামী যাত্রীবাহী মাইক্রোবাসটি শেখপাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।মাগুরার রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিটুল হাসান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় মাইক্রোবাসের দুই নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর সাত যাত্রী । আহতদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জব্বার (৫০) নামের আরও এক জনের মৃত্যু হয়। তিনি আরও জানান, হতাহতদের বাড়ি রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকায়।পুলিশ মাক্রোবাসটি আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।আরাফাত হোসেন/আরএআর/এমএস