দেশজুড়ে

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর, বখাটে আটক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করার বখাটের হামলায় ভাই কারিমুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। পরে তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বখাটে শরিফুল ইসলামকে (১৮) আটক করেছে। শরিফুল উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উথলী আকন্দপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, রোববার বিকেলে প্রতিদিনের মতো উথলী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও উথলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে আসার পথে রথবাড়ি বাজারের পাশে বখাটে শরিফুল তার পথরোধ করে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় ছাত্রীর বড় ভাই কারিমুল ইসলাম ওই পথ দিয়ে যাবার সময় বিষয়টি তার নজরে পরে। তখন কারিমুল এ ঘটনার প্রতিবাদ করলে বখাটে শরিফুল তাকে বেদম মারপিট করে গুরতর আহত করে। পরে স্থানীয় লোকজন কারিমুলকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে যান। ঘটনার পর বখাটে যুবক পালিয়ে যায়। এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, ঘটনাটি জানার পর পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বালু গ্রাম থেকে বখাটে শরিফুলকে আটক করেছে। এ ঘটনায়  থানায় মামলা হয়েছে। স্থানীয় গ্রামবাসী আবুল আকন্দ, কোরবান আলী, কামাল প্রামানিক জানান, এর আগে ওই বখাটে এই যুবক আরও দুইটি উত্ত্যক্তের ঘটনা ঘটিয়েছে। সেই সময় তার পরিবারকে সতর্ক করে দেয়া হয়। আরএআর/জেআইএম