দিনাজপুরের পার্বতীপুর শহরতলীর হলদীবাড়ী বাইপাস মোড়ে ট্রাকচাপায় ফয়জার রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ফয়জার রহমান উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকবলিয়া সরকারপাড়া গ্রামের মৃত নমীর উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানান, পার্বতীপুর শহরতলীর হলদীবাড়ী রেলগেট এলাকা থেকে চার্জারভ্যান যোগে শহরে যাচ্ছিলেন ফয়জার রহমান। বাইপাস মোড়ে ঢাকা থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৪৬১) শহরে যাচ্ছিল এ সময় ট্রাফিক পুলিশের বাধায় ট্রাকটি পেছানোর সময় চার্জারভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ফয়জার রহমান পড়ে গিয়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি ও এর চালক দেলোয়ার হোসেনকে (২৫) ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।এমদাদুল হক মিলন/আরএআর/পিআর