দেশজুড়ে

দিনাজপুর বোর্ডে ধর্ম পরীক্ষায় অনুপস্থিত ২৯০

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ৬ষ্ঠ দিন সোমবার ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্ট ধর্ম শিক্ষা পরীক্ষায় ২৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার ৬ষ্ঠ দিনে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্ট ধর্ম শিক্ষা পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫১ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদিনের পরীক্ষায় ২৯০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ৫২ জন, গাইবান্ধায় ২৭, নীলফামারীতে ২৩, কুড়িগ্রামে ৩৩, লালমনিরহাটে ৪১, দিনাজপুরে ৬৯, ঠাকুরগাঁয়ে ২৭ ও পঞ্চগড় জেলায় ১৮ জন। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৬০৫টি বিদ্যালয় থেকে ২৫২টি কেন্দ্রের ১ লাখ ৬৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৮৪ হাজার ৩৬ জন ও ৭৯ হাজার ৩৪৬ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৪৮ হাজার ৭৩২, অনিয়মিত পরীক্ষার্থী ১৪ হাজার ২৫৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৯২ জন। এমদাদুল হক মিলন/এএম/আরআইপি