রাজনীতি

বৈধতা চেয়ে মিন্টু-পিন্টুর আপিল

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন আবদুল আউয়াল মিন্টু ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। বৃহস্পতিবার বিকেল তারা রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার জিল্লার রহমানের কাছে এ আপিল করেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ঢাকা উত্তরের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু মনোনয়নপত্র দিয়েছিলেন ঢাকা দক্ষিণে।গত বুধবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটির মেয়দ পদে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা এবং ঢাকা দক্ষিণে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মেয়র পদে তারাসহ আরও মনোনয়নপত্র বাতিল হওয়া কাউন্সিলর পদের ২২ জন আপিল করেছেন।আগামী ৪ এপ্রিল বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান বিকাল সাড়ে ৪টার পর আপিল শুনানি করবেন বলে জানা গেছে।আরএস