বিভিন্ন সভা সমাবেশে গান গেয়ে বেশ আলোচনায় থাকেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। বৃহস্পতিবারর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অটিজম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও তিনি গান গেয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো সেই অনুষ্ঠানে এবার মহসিন আলীর সঙ্গে সুর মিলিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।অষ্টম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে সমাজকল্যাণ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়।অনুষ্ঠানে সভাপতির বক্তব্য শেষে মন্ত্রী ‘আমরা করব জয় গানটির কিছু অংশ গেয়ে শোনান। এ সময় প্রধানমন্ত্রীও মন্ত্রীর সঙ্গে সুর মেলান। ধন্যবাদ পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও গারো ভাষায় একটি গান গেয়ে শোনান। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রভুর সেবা নিয়ে একটি গান গেয়ে শোনান তিনি।এর আগে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীল বাতি (অটিজমের রং) জ্বেলে দিবসের উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অটিস্টিক শিশুদের যেকোনো একটা বিষয়ে সাংঘাতিক দক্ষতা থাকে। একবার বিকশিত হতে দেখা দিলেই তাদের কাছ থেকে সমাজ অনেক কিছু শিখতে পারে। প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ও শিশুদের সঙ্গে ছবি তোলেন। অনুষ্ঠানের শেষে ঘোড়ার গাড়ি, সাজগোজ করা তিনটি হাতি শের বাহাদুর, ধোলাই সুন্দরী ও ফুল সুন্দরীকে নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে বিজয় সরণিতে গিয়ে শেষ হয়।এএইচ/আরআই