জাতীয়

চট্টগ্রামে মেয়রসহ ৪২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে একজন মেয়র প্রার্থীসহ ৪২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। একমাত্র মনোনয়ন পত্র বাতিলকৃত মেয়র প্রার্থী হলেন ফোরকান চৌধুরী।নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার এবং বৃহস্পতিবার দুদিন চলে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের কাজ।সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান জানান, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক বিভিন্ন কাগজ পত্র দাখিল না করায় একজন মেয়র, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থীসহ মোট ৪২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ জন মোট ৩৭২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।এমএএস/আরআই