দেশজুড়ে

মাছ চুরি ঠেকাতে পুকুর বিদ্যুতায়িত : নিহত ২

জয়পুরহাটের কালাই উপজেলার শান্তিনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিল হোসেন (১৩) ও জাহাঙ্গীর আলী (২২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।নিহত সাকিল ওই উপজেলার জগডুমবুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও স্থানীয় শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং জাহাঙ্গীরও একই উপজেলার মাসতুর গ্রামের জয়নাব আলীর ছেলে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, পুকুরে মাছ চুরি ঠেকাতে পানি বিদ্যুতায়িত করে রাখা ছিল, তারা দুইজন খেয়াল না করে পুকুরের পানিতে মৃত মাছ সংগ্রহ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে পুকুর ইজারাদারের বিরুদ্ধে অবহেলাজনিত মামলা করা হবে।রাশেদুজ্জামান/এফএ/আরআইপি