পটুয়াখালীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে টোল প্লাজা এলাকায় কুয়াকাটা থেকে পাবনাগামী একটি বিআরটিসি বাসে অভিযান চালিয়ে ওইসব জাটকা জব্দ করা হয়।ডিবি পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এসময় কুয়াকাটা থেকে পাবনাগামী বিআরটিসির যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের ছাদ থেকে প্রায় ২০ মণ জাটকা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।পরে ভ্রামমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জাটকা টোল প্লাজা এলাকার মাঠে নিয়ে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস