দেশজুড়ে

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

কিশোরগঞ্জের মিঠামইনে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ নেতা মো. হাদিস মিয়া (৪২) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাদিস মিয়া ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের কালা মিয়ার ছেলে। তিনি ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মিঠামইন উপজেলা সদরে যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা হাদিস মিয়া।পথিমধ্যে ঘাগড়া-মিঠামইন সড়কের হোসেনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা এক টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসইকেল আরোহী হাদিস মিয়া। পুলিশ টমটমটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।নূর মোহাম্মদ/এআরএ/জেআইএম