দেশজুড়ে

ভারতে সাজাভোগের পর দুই কিশোরকে দেশে ফেরত

১৮ মাস সাজাভোগের পর দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে মো. আল আমিন (১৮) এবং মো. মনিরুল ইসলাম মমিন (১৭) নামে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। মো. আল আমিন কুমিল্লার বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং মো. মনিরুল ইসলাম মমিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে। বুধবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারত হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশ হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন। এসময় বিজিবি বিএসএফ ও শিশু হোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওই দুই কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, ১৮ মাস আগে আলামিন ও মনিরুল অবৈধভাবে ভারতে প্রবেশ করলে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেন। এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি