ভোলায় জমিজামা সংক্রান্ত বিরোধের জের ধরে রাশেদ (১৬) নামে এক কিশোরকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভেদরীয়া ৮ নং ওয়ার্ডের মোস্তফা মাঝির বাড়ি সংলগ্ন ফসলি জমি থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদ ভেদরীয়া ৭ নং ওয়ার্ডের হাবিব জমাদারের ছেলে।নিহতের মা আমেনা বেগম অভিযোগ করেন, প্রায় ছয় বছর ধরে তার ভাই হেলাল উদ্দিন ও একই এলাকার টিটব পাওয়ারীর মধ্যে ১০ গণ্ডা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রাশেদকে গলাকেটে হত্যা করে ফসলি জমির ভেতর রেখে যায় প্রতিপক্ষরা।টিটব পাটওয়ারী অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এই হত্যা সম্পর্কে কিছুই জানি না। প্রতিপক্ষ আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন।এ ব্যাপারে ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।আরএআর/আরআইপি