লক্ষ্মীপুরের রায়পুরে ৮ মণ জাটকাসহ আটক তিনজনের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কমলনগরে একটি জাটকা ধরার জালসহ প্রায় ৬ মণ জাটকা জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলার উদমারা সড়কে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ৮ মণ জাটকাসহ তিনজনকে আটক করে। পরে আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী ১২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জাটকাগুলো পৌর শহরের এতিম খানায় বিতরণ করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁদপুরের হাইমচর উপজেলার জালিয়াচর এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে মাইনউদ্দিন হাওলাদার (৫০), একই এলাকার জামাল মিজির ছেলে বাদল মিয়া (৪৭) ও চরবংশী এলাকার অলিউল্যার ছেলে পিকআপচালক ওমর ফারুক (২২)। রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ মণ জাটকাসহ তিনজনকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির কারলে আদালত ১২ হাজার টাকা জরিমানা করেন।এদিকে, কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে মেঘনা নদীতে জাটকা ধরার সময় একটি জালসহ প্রায় ৬ মণ জাটকা জব্দ করে। জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।কাজল কায়েস/এএম/পিআর