ঠাকুরগাঁও জেলা দৈনিক সমাকাল প্রতিনিধির ওপর হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সমকালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে শহরের আশ্রমপাড়া মহল্লার ইউসুফ আলীর ছেলে তুষারকে আসামি করে এ মামলা করেন। সাংবাদিক আসাদ জানান, গত ৪ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় তিনি কয়েকটি ছবি তোলেন। ওই সময় ছাত্রলীগের বিদ্রোহী কমিটির নেতা তুষার দেশি অস্ত্র নিয়ে সেখানে ছিলেন। ছবি তোলার সময় তুষার তাকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও প্রাণনাশের হুমকি দেন।গত মঙ্গলবার রাতে তিনি শহরের আশ্রমপাড়ায় দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রবাল চৌধুরীর বাসায় গেলে বাসার সামনে তার ওপর হামলা চালায় তুষার ও তার সহযোগীরা। তারা লাঠি দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করে। তাকে গলা টিপে হত্যার চেষ্টাও করে। পরে তার ক্যামেরা নিয়ে হামলাকারীরা চলে যায়। আহতাবস্থায় আসাদকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় আশপাশের লোকজন। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতার করা হবে।মো: রবিউল এহসান রিপন/এএম/জেআইএম