দেশজুড়ে

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত মন্ত্রী মহসিন আলী

জাতীয পর্যায়ে গৌরবোজ্জ্বল ও মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসীন আলীকে ‘স্বাধীনতা পদক ২০১৭’ প্রদানে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার।১৬ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. মুস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞাতিতে তথ্য জানানো হয়। সমাজকল্যাণমন্ত্রীর সাবেক এপিএস ও এমপি সায়রা মহসিনের বর্তমান পিএস মো. আব্দুল কাদির পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।সমাজকল্যাণ মন্ত্রীর সহধর্মিণী মৌলভীবাজার সদর আসনের বর্তমান এমপি সৈয়দা সায়রা মহসিন পরিবারের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার স্বামী মহান মুক্তিযোদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন। একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে সরকার তাকে এ পদকে মনোনীত করেছে। প্রয়াত মহসিন আলীর সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞাতা জানান এ সাংসদ ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ পদক বিতরণ করবেন।এএম