দেশজুড়ে

চট্টগ্রামে ৭০ মেট্রিক টন জাটকাসহ জাহাজ জব্দ

চট্টগ্রামের সদরঘাট থেকে ৭০ মেট্রিক টন জাটকা ইলিশসহ জে কে-৩ নামে একটি মাছ ধরার জাহাজ আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করে র‌্যাব-৭ এবং জেলা প্রশাসন।র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, বিপুল পরিমাণ জাটকা পাচার করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালানো। বৃহৎ আকারের জে কে-৩ নামে মাছ ধরার জাহাজটিতে অভিযান চালানো হলে সেখানে ২২ কেজি করে জাটকা সংরক্ষণ করা যায় এবং এমন আড়াই হাজার মাছ সংরক্ষণের ব্লকের সন্ধান পায়। জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এআরএ/পিআর