দেশজুড়ে

মির্জাগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার বাসায় দুর্বৃত্তের আগুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুর রহমান শামীমের বাসায় (হাসপাতাল কোয়াটার) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাতে বাসার জানালা দিয়ে ঝুলন্ত কাপড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।  এ ঘটনার মাত্র ৪ দিন আগে গত ১২ ফেব্রুয়ারি রাত ১টার দিকে মুখোশধারী ৩-৪ জন প্রবেশ করে অস্ত্রের মুখে তার মা-বাবাকে জিম্মি করে নগদ ৫ হাজার টাকা ও তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নিয়ে যায়। ডা. আব্দুর রহমান শামীম জানান, ১২ ফেব্রুয়ারি রোববার রাত ১টার দিকে জরুরি বিভাগে রোগী দেখতে যান তিনি৷ হাসপাতালে যাওয়ার সময় বাসার দরজা খোলা পেয়ে ৩-৪ জন মুখোশধারী চোর তার বাসায় প্রবেশ করে৷এসময় দেশীয় অস্ত্রের মুখে তার মা-বাবা এবং ভাগনীকে জিম্মি করে বাসায় থাকা নগদ ৫ হাজার টাকা ও তার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ভাগনীর এস.এস.সি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যায়। এ ঘটনার ঠিক চারদিন যেতে না যেতেই বৃহস্পতিবার রাত ১১টার দিকে জানালা দিয়ে কে বা কারা ঝুলন্ত কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি ও তার পরিবার আতঙ্কে দিন যাপন করছেন৷মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর