দেশজুড়ে

মাটিরাঙায় মধ্যরাতে গুলি

খাগড়াছড়ির মাটিরাঙায় বাঙালি অধ্যুষিত জনপদে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলীতে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ৭-৮ রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সবাই যখন ঘুমে ঠিক তখনই রাত ১১টার কিছু পরে বটতলীতে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত জনগণ নিরাপত্তার জন্য ঘর থেকে বেরিয়ে আসে। এসময় হাজার হাজার নারী-পুরুষ আলুটিলা জুনিয়র হাইস্কুল মাঠে জড়ো হয়। এদিকে ঘটনার পরপরই ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিনের নেতৃত্বে সেনাবিহনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় সেনাবাহিনী-বিজিবি পুরো এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালায়। ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা উদ্ধার করে সেনাবাহিনী। মাটিরাঙা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন বলেন, সশস্ত্র সংগঠন ইউপিডিএফ দীর্ঘদিন ধরেই এ এলাকায় নীরবে চাঁদাবাজি করে আসছে। জনগণ চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তারা মধ্যরাতে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। তিনি জনগণের নিরাপত্তার স্বার্থে আলুটিলা বটতলীতে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপনেরও দাবি জানান। মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর