ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি এবং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে চলমান দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার ও যানবাহন থেকে তোলা টোলের টাকা ভাগাভাগির জের। সংগঠন দুটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।এদিকে এ দ্বন্দ্বের জেরে আজ শুক্রবার ২য় দিনের মত ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা পরিবহন ধর্মঘট চলছে। যানবাহন বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।উল্লেখ্য, টোল আদায় নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত বুধবার টোল আদায় ঘর ভাঙচুরের পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের সব সড়কপথে তাদের আওতাভুক্ত যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি।সমস্যা নিরসনে গতকাল বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেন জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল। কিন্তু কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হওয়ায় মীমাংসা ছাড়া আলোচনা শেষ হয়।রবিউল এহসান রিপন/এফএ/পিআর