দেশজুড়ে

৫০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে ৫০ টাকা না দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে সানজিদা আক্তার নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামে এ ঘটনা ঘটে। সানজিদা উপজেলার উয়ার্শী ইউনিয়নের মসদই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং  আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামের আব্দুল হামিদের মেয়ে।পুলিশ জানায়, শুক্রবার সকালে সানজিদা আক্তার সহপাঠীদের সঙ্গে পার্শ্ববর্তী তেঘুরি কেজি স্কুলের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাবা-মায়ের কাছে ৫০ টাকা বায়না করেন। দরিদ্র বাবা-মা ৫০ টাকা দিতে না পারলেও ৩০ টাকা সানজিদার হাতে তুলে দেন। ৫০ টাকা না পেয়ে সানজিদা সহপাঠীদের সঙ্গে অনুষ্ঠানে যেতে না পেরে অভিমান করে বিকেলে তাদের বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সানজিদার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি হওয়া গেছে।এস এম এরশাদ/আরএআর/আরআইপি