দেশজুড়ে

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ধর্মঘট প্রত্যাহার

বরিশাল-পটুয়াখালী-বরগুনা আঞ্চলিক মহাসড়কের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক সমিতি। শুক্রবার রাতে বরগুনা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের এক পর্যায় তারা ধর্মঘট প্রত্যাহার করেছে বলে নিশ্চিত করেছেন বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ।ফলে শনিবার সকাল ৭টা থেকে বরিশাল, পটুয়াখালী এবং বরগুনার  সঙ্গে  সারা দেশের পরিবহন যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠেছে। সকাল থেকে আগের মত পটুয়াখালী বাস টার্মিনালে পরিবহনের পাশাপাশি যাত্রী বহনকারী বাস চলাচল শুরু করেছে। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বরগুনা জেলার আমতলী চৌরাস্তার মোরে পুলিশের সঙ্গে একটি অনাকাঙ্খিত ঘটনায় জের ধরে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের তৃতীয় দিনের মাথায়  ধর্মঘট প্রতাহার করায় শনিবার সকাল থেকে গোটা দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে ওঠে। মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস