দেশজুড়ে

‘ছিটমহলবাসীর ভাগ্যোন্নয়নে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, দাশিয়ারছড়াসহ সকল বিলুপ্ত ছিটমহলবাসীর ভাগ্যোন্নয়নে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। ছিটমহলগুলো দীর্ঘ ৬৮ বছর ছিল অবরুদ্ধ। এখানকার অধিবাসীদের ছিল না ন্যূনতম নাগরিক সুযোগ-সুবিধা। শনিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে তার অংশ হিসেবে নীলকোমল নদীর উপর ৩৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এছাড়া পাকা রাস্তা নির্মাণ, ৩টি স্কুল ভবন নির্মাণ, ঘরে ঘরে বিদ্যুৎ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার কালির হাট বাজারে বিকেল সাড়ে ৪টায় মতবিনিময় সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, ছিটমহল উন্নয়ন বিষয়ক প্রকল্পের পিডি আশরাফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উড়াওঁ, দাশিয়ারছড়ার অধিবাসী পারুল আক্তার প্রমুখ।    এরআগে মন্ত্রী ছিটমহল দাশিয়ারছড়ার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং কালিরহাট বাজার সংলগ্ন নীলকোমল নদীর উপর দেড় কোটি টাকা ব্যয়ে ৩৬ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।     নাজমুল/এমএএস/জেআইএম