দেশজুড়ে

ভৈরবে ৬ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

কিশোরগঞ্জের ভৈরবে ৬ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল­ুর রহমান।শনিবার সন্ধ্যায় শহরের উপজেলা ভূমি অফিস (রাজ কাঁচারি) প্রাঙ্গণে ভৈরব বইমেলা পরিষদের উদ্যোগে এই মেলার আয়োজন  করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি সায়দুল­াহ মিয়া, জেলা পরিষদ সদস্য মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ নেতা এস এম বাক্কী বিল­াহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল­াহ আল মনসুর প্রমুখ।উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষিত জাতি গঠনে বইমেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। সাধারণ পাঠকের পাশাপাশি শিক্ষার্থীরাও মেলায় এসে লেখা-পড়া এবং বই কেনায় উৎসাহ পাবে। তিনি আরও বলেন, বইমেলা শুধু বই প্রেমীই নয়, লেখক কবি-সাহিত্যিকদের একটি মিলনমেলার আয়োজন। এই আয়োজনের সঙ্গে এলাকার শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক জড়িয়ে আছে। পরে আমন্ত্রীত অতিথিরা  মেলার অর্ধ শতাধিক স্টল পরিদর্শন করেন।উদ্ধোধন শেষে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধারন জ্ঞান প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও নৃত্য, গান  অভিনয় পরিবেশিত হয়।এআরএস