দেশজুড়ে

জয়পুরহাটে গোয়েন্দা পুলিশের ৫ সদস্য ক্লোজড

আমিরুল নামে এক ব্যক্তিকে মাদকের অভিযোগে প্রথমে আটক ও পরে তাকে ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটের গোয়েন্দা (ডিবি) পুলিশের ৫ সদস্যকে ক্লোজ করা হয়েছে। ক্লোজ করা ওই পুলিশ সদস্যরা হলেন, জয়পুরহাট গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) সরওয়ার্দী, কনস্টেবল আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও দেলোয়ার হোসেন। এদিকে, আমিরুলকে মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হচ্ছে বলে এর প্রতিকার চেয়ে শনিবার সন্ধ্যায় পাঁচবিবি পৌর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিরুল জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা মাদকের ফাঁদ পেতে তার কাছ থেকে ৪৫ হাজার টাকা চাঁদা আদায় করেছেন। তিনি জেলা পুলিশ সুপারকে এ ঘটনা লিখিত ভাবে অভিযোগ করায় তাকে মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হচ্ছে। তবে ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে আমিরুল নিজ বাড়িতে ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে তাকে আটক করে দেহ তল্লাশি করে কোনো মাদক দ্রব্য পাওয়া না গেলে ৩ জন স্বাক্ষীর লিখিত জিম্মায় ছেড়ে দেয়া হয়। তারা আরো বলেন, আমিরুল ছাড়া পাওয়ার পর সুযোগ বুঝে পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে তাদের ১৫ ফেব্রুয়ারি ক্লোজ করা হয়। এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার রশিদুল হাসান সাংবাদিকদের জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাশেদুজ্জামান/এফএ/এমএস