মানিকগঞ্জ পৌরসভার হিজুলী এলাকায় শিববাড়ী সিদ্বেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তিনটি মূর্তির সোনা ও রুপার অলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অম্বরিশ কুমার পাল জানান, চোরেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে সিদ্বেশ্বরী মূর্তির মাথার চূড়া, স্বর্ণের তিনটি চোখ, ব্রোঞ্জের চুড়ি, গোরখনাথ মূর্তির বেলপাতা, শিবের চোখ, ত্রিশুল এবং একটি পানির মোটর চুরি করে পালিয়েছে। রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। সকালে বিষয়টি দেখার পর পুলিশকে জানানো হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে জানান তিনি।মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বি এম খোরশেদ/আরএআর/এমএস