মাগুরায় ট্রাকচাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মাগুরা-ঝিনাইদহ সড়কের স্টেডিয়াম পাড়া এলাকায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশ্বজিৎ বিশ্বাস সদর উপজেলার বেঙ্গা গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে ও মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান শাখার ৩য় বর্ষের ছাত্র।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কলেজ ছাত্রের বাইসাইকেলের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। এদিকে ঘটনাস্থলে ২টি স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।আরাফাত হোসেন/এফএ/এমএস