দেশজুড়ে

মানিকগঞ্জে হত্যা মামলায় যুবকের ফাঁসি

মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামের কৃষক আয়নাল হোসেন (৪৮) হত্যা মামলায় নুরুল ইসলাম নামে এক যুবকের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম (২৫) কাফাটিয়া গ্রামের হযরত আলীর ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০০৮ সালের ৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল ইসলামসহ আরো কয়েকজন প্রতিবেশী আয়নালকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় ঘটনাস্থলে আয়নাল মারা যান। ওইদিনই আয়নালের বাবা কফিল উদ্দিন বাদী হয়ে নুরুল ইসলাম, আক্কাস আলী, হযরত আলী, সামছুদ্দিন ও বিমলা খাতুনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সদর থানা পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। স্বাক্ষ্য প্রমাণে নুরুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির আদেশ দেন আদালত। অপর চার আসামির মধ্যে আক্কাস আলী ইতােমধ্যে মারা গেছেন। অপর তিন আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার ও আসামা পক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন মামলা পরিচালনা করেন।বি.এম খোরশেদ/এফএ/জেআইএম