বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধের সময়কার গুলি, এসএমজি ও এলএমজির ম্যাগজিন এবং গ্রেনেড উদ্ধার হয়েছে। রোববার দুপুরে বগুড়া সদর উপজেলার গোকুলের বড় ধাওয়াকোলা গ্রাম থেকে এগুলো উদ্ধার হয়।বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, ওই গ্রামের মৃত কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি নির্মাণ করছেন। বাড়ির পাশে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য শ্রমিকরা কাজ করছিলেন। এসময় মাটির গভীরে মাটির পাতিল দেখতে পান তারা। এসময় তারা পাতিল ভেঙে উল্লেখিত অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে। এর মধ্যে ২৪ রাউন্ড গুলি, এসএমজির ৩টি ও এলএমজির ১০টি ম্যাগজিন এবং ৬টি গ্রেনেড রয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গুলি ম্যাগজিন ও গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। কারণ সেগুলো জং ধরে অকেজো হয়ে গেছে।লিমন বাসার/এফএ/আরআইপি