শীত ঋতু শেষ হয়েছে কিছুদিন আগেই। তবে অনেক আগে থেকেই গরম অনুভূত হচ্ছে। আর এই গরমের দিনেই মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা সমাজ সেবা অধিদফতর। উপজেলা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে রোববার বিকেলে ৬০টি কম্বল বিতরণ করা হয়। উপজেলা সমাজ সেবা অধিদফতর কার্যলায়ে এই কম্বল বিতরণ উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইয়াহ্ ইয়া খান।সমাজ কল্যাণ মন্ত্রীর বিশেষ অনুদান খাত থেকে অসহায় দুস্থদের মাঝে এই কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।এসময় আরও উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম ও সামাজ সেবক মো. আমিন উদ্দিন প্রমুখ। কম্বল বিতরণ করার বিষয়ে উপজেলা সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় সমাজ সেবা অধিদফতর এক সপ্তাহ আগে কম্বলগুলো পাঠিয়েছে। তাই আগামী বছরের কথা মাথায় রেখে এই কম্বলগুলো বিতরণ করা হয়েছে। তা না করলে কম্বলগুলো নষ্ট হতো।ছগির হোসেন/এফএ/আরআইপি